আমার দুচোখ দিয়ে
 তোমাকে যত আমি দেখি
 তার চেয়ে অনেক বেশী দেখি
 যখন তোমায় দেখি না।।
আমার দুহাতে তোমাকে যতটুকু কাছে টানি
 তার চেয়ে অনেক ছুয়ে যাই
 যখন তোমায় কাছে পাই না।।
দূরের আকাশে মেঘেরই ছায়ায় তুমি
 সেই তো তোমায় সীমান্ত
 তোমার কাছে যেতে চাইনি
 বলেই তো পাহাড়ি পথ অনন্ত
 এর চেয়ে অধিক ***
 তাই তো কাছে যেতে চাই না।।
রাতের গভীরে নির্জনতায় তুমি
 এই তো তোমার দিগন্ত
 বিরহ বিষাদেও রয়েছে সুখের সুর
 সেই তো আমার বসন্ত
 এই চেয়ে অধিক সুখনীল
 তাই তো দুখের গান গাই আজ।।
