আজ বলবে হঠাৎ কেউ এসে
হেসে আলতো চোখে চোখে
আজ বলবে হঠাৎ কেউ এসে
হেসে আলতো চোখে চোখে
তোর জন্য এসেছি আমি
ভালোবাসতে যে তোকে
আজ বলবে হঠাৎ কেউ এসে
হেসে আলতো চোখে চোখে
আজ বলবে হঠাৎ কেউ এসে
হেসে আলতো চোখে চোখে
তোর জন্য এসেছি আমি
ভালোবাসতে যে তোকে
I know everything, baby!
Crazyterm Parry G!
I know, तेरा heartbeat करे मेरे लिए
I know, तूने मन में मेरे साथ फेरे लिए
I know, तुझको from tip to top
Baby, I know everything तेरे मन में जो
मुझे पता हैं तू है प्यासी, प्यार में तू बनी दासी
करेगी तू कुछ भी जिससे हो जाऊँ तेरे लिए राजी
चल बोला तुझको मैंने भी क्या?
আমি তোমাকে ভালোবাসি
আমি তোমাকে ভালোবাসি
আসে পাশে কোনো দেশে
চেনা অচেনার ভোরে
চোখে চোখে দেখি তোকে
অচেনা স্বপ্নের ঘোরে
তোকে ঘিরে খুব ভিড়ে
রয়েছে রাতের তারা
আনমনে গোপনে
ভেঙেছে রাত পাহারা
মন বলেছে এবার তুই এলে
যাবো আমরা নিরুদ্দেশে
মন বলেছে এবার তুই এলে
যাবো আমরা নিরুদ্দেশে
তোর জন্য যত পাগলামি
চল হাওয়ায় যাই ভেসে
I know everything, baby!
আমি তোমাকে ভালোবাসি
আমি তোমাকে ভালোবাসি
আমি তোমাকে ভালোবাসি
আমি তোমাকে ভালোবাসি