তাল মাতাল মনটা কিছু তুমায় বলতে চায়
বে শামাল ভাবনা গুলো তুমায় ছুঁতে চায়
তাল মাতাল মনটা কিছু তুমায় বলতে চায়
বে শামাল ভাবনা গুলো তুমায় ছুঁতে চায়
আমি শুধু চেয়েছি তুমায়
আমি শুধু চেয়েছি তুমায়
আমি শুধু চেয়েছি তুমায়
আমি শুধু চেয়েছি তুমায়
না লেখা চিটিগুলো মন পাহারায়
আমি শুধু চেয়েছি তুমায়
আমি শুধু চেয়েছি তুমায়
আমি শুধু চেয়েছি তুমায়
আমি শুধু চেয়েছি তুমায়
রাত দিন চেনা তুমি ছিলে অচেনা
ওন্তহিন মনে হত মিষ্টি যন্ত্রণা
সেই বেথা উঠলো সেরে চোখের ই চাওয়ায়
আমি শুধু চেয়েছি তুমায়
আমি শুধু চেয়েছি তুমায়
আমি শুধু চেয়েছি তুমায়
আমি শুধু চেয়েছি তুমায়
কতদিন ভেবেছি শুধু দেখবো যে তুমায়
ক্লান্তহীন তুমি ছিলে আমার কল্পনায়
সেই ছবি উঠলো ভেষে চোখেরই পাতায়
আমি শুধু চেয়েছি তুমায়
আমি শুধু চেয়েছি তুমায়
আমি শুধু চেয়েছি তুমায়
আমি শুধু চেয়েছি তুমায়