গল্প কথার কল্পলোকে এক যে ছিল রাজার কুমার।
 একদিন এক রাজকুমারীর সাথে হলো দেখা তার
(তারপর)
 প্রথম দেখার শুভক্ষণে কাঁপলো হৃদয় সংগোপনে।
 রাজকুমারীর গলায় দিল গজমতির হার, সেই রাজার কুমার
(তারপর)
 রাজকুমারী ভেবে রাজার কুমার যারে দিল মালাখানি।
 রাজকন্যার ছলে সে মালা নিল সে যে এক মায়াবিনী
(তারপর, তারপর কী হলো)
 একদিন সে চুপিসারে হারিয়ে গেল তেপান্তরে।
 রাজকুমারীর ভুল ভাঙ্গাবার পায় নি সময় আর, সেই রাজার কুমার
(তাহলে)
 দিনের পরে রাত আসে আর রাতের পরে দিন
 রাজকুমারীর সকল আশা ধুলোয় হলো লীন
 হায় অভাগিনী তার কী যে ব্যাথা কেউ তো জানলো না
 রাজকুমারের সপ্তডিঙ্গা আর তো ফিরে এলো না
দুটি পান্থ আঁখি যাবে স্বপ্নে ঢাকি
 আহা এ পথ যে হবে অবসান
 জানি রাজারকুমার ফিরে আসবে আবার
 আহা রাঙ্গিয়ে দিতে ভীরু প্রান।
