চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা
 নদীর সাথে আমি দেবো না তোমার তুলনা
তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে
 তুমি নদী হতে যদি দূরেই চলে যেতে
এ কথা যেন ভুল না, তুমি যে তোমারই তুলনা।।
ফুলের সাথে আমি দেব না তোমার তুলনা
 অলির সাথে আমি দেব না তোমার তুলনা
তুমি ফুল হতে যদি ঝরেই পড়ে যেতে
 তুমি অলি হতে যদি দূরেই উড়ে যেতে
এ কথা যেন ভুল না, তুমি যে তোমারই তুলনা।।
কবির সাথে আমি দেব না তোমার তুলনা
 ছবির সাথে আমি দেবো না তোমার তুলনা
তুমি কবি হতে যদি সবার হয়ে যেতে
 তুমি ছবি হতে যদি তবে মুছে যেতে
এ কথা যেন ভুল না, তুমি যে তোমারই তুলনা।।
