আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে।। তোমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর ।। ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর তোমার কত ভালোবাসি বোঝাব বোঝাব কেমনে।। আমার বুকের মধ্যেখানে…
এই রাত জাগা পাখি কি গান যায় শুনিয়ে আসে ফিরে ফিরে তোমারই ইশারা।। ঐ জোৎস্না ভেজা তোমার হাতছানি শোনায় কত কথা মিটি মিটি তারা। উদাসী হাওয়ায় হৃদয় উন্মন মনে আসে যত কথা বলা বাকি।। পাই ফিরে ভালবাসার এই মন রামধনু রঙে কত ছবি আঁকি। ঐ জোসনা ভেজা তোমার হাতছানি শোনায়…