মুন্না আমার লক্ষীসোনা আমার নয়নমনি
 কী হয়েছে কে বকেছে বল আমায় শুনি
এমন করে গাল ফুলিয়ে বসে কেন তুমি
 না বললে কেমন করে জানবো বলো আমি।।
আমের আচার খেতে গিয়ে বৈয়ম ভেঙ্গেছি বলে
 চোখ রাঙ্গিয়ে আম্মু এসে কানটি দিল মলে, কী…….
শোন ও গো মুন্নার মা মলেছ কেন কান
 আপন ছেলের জন্যে তোমার নেই যে কোন টান
দোষ করেছে কান মলেছি হয়েছে তাতে কী, খবরদার…
আমার আম্মু আজ খাচ্ছে বকা কী মজা, আহা কী মজা।
আমার মুন্না যে এই দুনিয়ায় রাজার রাজা
 এই রাজাকে চোখ রাঙ্গানো নয় ওতো সোজা
 আহা কী মজা
আমি বাপ বেটা দুজনকে দেবো সাজা
 আহা কী মজা, হো আহা কী মজা
আমরা বাপ বেটা নই ও গো তোমার প্রজা
 তুমি চোখ রাঙ্গানোর অপরাধে পাবে সাজা
 আহা কী মজা
আমায় কর ক্ষমা রাজা মহারাজা হলাম তোমার প্রজা
 তবে আদর কর আমার মুন্নাকে নইলে পাবে সাজা।।
মুন্না আমার লক্ষীসোনা আমার নয়নমনি
 মুন্না আমার লক্ষীসোনা আমার নয়নমনি
