হাত বাড়িয়ে যায় না ছোঁয়া
চোখ তাড়িয়ে যায় না দেখা।

অপোটা অনেক দূরে
স্বপ্ন টাকে আঁকড়ে ধরে
শূন্য হাতে বাড়ি ফিরি।

প্রতি ক্ষণে তোমার খুঁজি, সকাল দুপুর সাঁঝে
আড়াল হয়ে থাক তবু, মেঘের ভাজে।

দৃষ্টি আমার থমকে দাঁড়ায়, চেনা পথের বাঁকে
বোঝে না সে ভালবাসা, ভালবাসি যাকে।

Leave a Comment