সকলই ফুরালো স্বপন প্রায়!
কোথা সে লুকালো, কোথা সে হায়!
কুসুমকানন হয়েছে ম্লান
পাখিরা কেন রে গাহে না গান
ও সব হেরি শূন্যময়– কোথা সে হায়!
কাহার তরে আর ফুটিবে ফুল
মাধবী মালতী কেঁদে আকুল।
সেই যে আসিত তুলিতে জল
সেই যে আসিত পাড়িতে ফল
ও সে আর আসিবে না– কোথা সে হায়।।