সোনার কাঠি রূপোর কাঠি
 তোমার হাতে দিলাম
 বিনিময়ে স্বপ্ন দেখা তন্দ্রাটুকু নিলাম।।
সোনার কাঠি দিলাম তোমার হাতে
 রাঙ্গিয়ে দিও জোছনা হয়ে রাতে।
রূপোর কাঠি অনেক সোহাগ মেখে।
 তোমায় দিলাম……।।
যখন তুমি রূপোর কাঠি ফেলে
 স্বপ্ন মম নয়ন দিও মেলে।
মনে রেখো ভালবাসার কথা।
 তোমায় দিলাম……।।
