তোর খেয়ালে ডুবে থাকে
আমার রাত্রিদিন
তবু কেন এই দূরত্ব
মেনে নেওয়া কঠিন

ভুলে যাব কী করে, বলনা রে তুই
বল না আমাকে
স্মৃতি কেন ফিরে আসে, চোখে ভাসে
কাঁদায় মনটাকে

আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়

কী যে অস্থির লাগে
বুকে ব্যথা জাগে
মন পুড়ে যায় বিরহের দাগে

দেখ এই বুকের আগুন দেখ
কত জ্বলছে শিখা দেখ
শুধু তোরই কারণে

আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়

আসেনা ঘুম চোখে
রাতের গল্প লেখে
চোখ ভিজে যায় স্মৃতির অসুখে

শোন এই হৃদয়ের কথা শোন
কত কষ্ট লুকানো
শুধু তোরই বিহনে

অসহায় লিরিক্স নোবেল ম্যান:

Tor kheyale dube thake
Amar ratri din
Tobu keno ei durotwo
Mene newa kothin

Vule jabo ki kore, bolna re tui
Bolna amake
Smriti keno phire asey, chokhe vase
Kanday monta ke

Aaye tui kache phire aaye
Joriye rakh amay
Aaye sobkichu fele aye
Toke chara ami oshohay

Leave a Comment