আকাশেতে লক্ষ তারা চাঁদ
কিন্ত একটারে ইয়াহ
ইয়াহ..
এই জগতে পরান বন্ধু প্রিয়
তোমার মুখটারে ইয়াহ
ইয়াহ
আকাশেতে লক্ষ তারা চাঁদ
কিন্ত একটারে ইয়াহ ইয়াহ..
এই জগতে পরান বন্ধু প্রিয়
তোমার মুখটারে ইয়াহ
ইয়াহ
যত দেখি তোমাকে ভরে এই বুকটারে.
আকাশেতে লক্ষ তারা চাঁদ
কিন্তু একটারে ইয়াহ
ইয়াহ
এই জগতে পরান বন্ধু প্রিয়
তোমার মুখটারে ইয়াহ
ইয়াহ..
দক্ষিনা হাওয়া দিয়েছে দোলা
বুকেতে আগুন জ্বালারে জ্বালা.
লাগেনা ভালো তোমাকে ছাড়া
হইয়োনা তুমি পলক হারা,
আমিতো আছি কাছাকাছি
থাকবো জনমও ভরে…. হেহহ
আকাশেতে লক্ষতারা চাঁদ
কিন্তু একটারে ইয়াহ
ইয়াহ,
এই জগতে পরান বন্ধু প্রিয়
তোমার মুখটারে ইয়াহ
ইয়াহ..
যত দেখি তোমাকে ভরে এই বুকটারে
আকাশেতে লক্ষ তারা চাঁদ
কিন্তু একটারে ইয়াহ
ইয়াহ.
এই জগতে পরান বন্ধু প্রিয়
তোমার মুখটারে ইয়াহ
ইয়াহ.
আকাশেতে লক্ষতারা চাঁদ
কিন্তু একটারে ইয়াহ
ইয়াহ
ইয়াহ

Leave a Comment