পিড়িতি পিড়িতি বিষম পিড়িতি
করে যে জনে।
দয়াল তোমারও সনে করিয়া
তোমারও সনে দয়াল করিয়া
কান্দিতে জনম গেল রে
আগে জানি না রে দয়াল
তোর পিড়িতে পরাণ যাবে
আঙ্গুল কাঁটিয়া কলম বানাইয়া
নয়নের জলে করলাম কালি।
দয়াল হৃদয় চিড়িয়া লিখন লিখিয়া।
পাঠাইলাম বন্ধুর বাড়িরে
আগে জানি না রে দয়াল
তোর পীড়িতে পরাণ যাবে
সাগর সেচিলাম নগর মাগিলাম
মনিক পাইবার আশে।
দয়াল সাগর শুকালো মানিক লুকালো।
আপন কপালের দোষেরে
আগে জানি না রে দয়াল
তোর পরাণ যাবে।।