আমার ঘড়ির ঘন্টাগুলো থেমে থেমে চলে আজ
অনেকটা মোর জীবনের মত লজ্জাবতীর লাজ ।।
প্রথম যেদিন বিষাদ জড়িয়ে দুঃখ দিয়েছ মোরে
দ্রুত চলা মোর সেকেন্ড কাটা হঠাৎ গিয়েছে থেমে ।।
আমার ঘড়ির ঘন্টাগুলো…..
প্রথম যেদিন অপবাদ দিয়ে ঠেলে দিয়েছিলে দুরে
তখন থেকেই মিনিটের কাটা মন্থর অনিয়মে ।।
আমার ঘড়ির ঘন্টাগুলো…..
প্রথম যখন তোমার প্রণয়ে অন্য কোন সাথী
সেদিন আমার ঘন্টার কাটা বন্ধ আলাপনী ।।
আমার ঘড়ির ঘন্টাগুলো থেমে থেমে চলে আজ
অনেকটা মোর জীবনের মত লজ্জাবতীর লাজ।