আমার সামনেও নেই, পিছেও নেই
সঙ্গেও নেই কেউ
কেন নিজের সাথে নিজে রইলাম
জানে নদীর ঢেউ..

আমার কথাও নেই, কাজেও নেই..
স্বপ্নে নেই তো কেও…
আমার মনের কথা রইল মনে
রইল নদীর ঢেউ ।।

আকাশ যমীন যাই দেখি
নীরব জেগে রই..
সব মানুষই দারুন একা
মেনে নিতে হয়..

মানুষের আশা যদি
দুরাশায় লুকায়
শূণ্য জনম
এমন কথা মেনে নিতে হয়…

আমার ডানেও নেই, বামেও নেই..
ছিল না তো কেউ…
আমার মনের কথা মনে রইল
রইল নদীর ঢেউ ।।
নদীর কথা… জানল না তো কেউ ।।

বন্ধু বলে যাকে চিনি বন্ধু সে তো নয়
বন্ধু ছাড়া বেঁচে থাকা খুব সহজ নয়
জীবনের পাশে যদি শূণ্যতা জমাই.
মনের ঘরে একলা আমি..কোথায় যে পালাই…

আমার চাওয়াতে নেই, পাওয়াতে নেই..
অস্তগামী কেউ..মনের কথা
আমার মনের কথা রইল মন…
রাইল নদীর ঢেউ…জানল নত তো কেউ….

Leave a Comment