বড় বিশ্বাস কইরা..
জায়গা দিলাম….
বন্ধুরে আমার…
আমার এ বুকের উপরে রে…
আমি আপন কইয়া সব দিছি তোমারে
বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম…
ওরে আমার বুকের উপড়ে রে ….
আমি,আপন কইয়া সব দিছি তোমারে
আমার বন্ধুরে…আপন কইয়া….
আমি আপন কইয়া সব দিছি তোমারে

ভুলিবেনা,বলেছিলে রে……
দরদী রে,তোমার চাঁন্দ মুখে……
এখন কেন ভুইলা,রইছো পাষান বাইন্ধা বুকে
আমি মরি,দেখুক লোকে রে…
ওরে দরদ সারা জগত ভরে রে
আমি আপন কইয়া
আপন কইয়া সব দিছি তোমারে

বিশ্বাস কইরা জায়গা দিলাম রে
ওরে আমার বুকের উপড়ে রে
আমি আপন কইয়া
আপন কইয়া সব দিছি তোমারে

ভাবনা চিন্তায়,সোনার দেহ…….
ওরে দেহ,হইয়া গেছে নালা…..
যৌবন ফুরাইয়া,গেলে শুকনা গাঙ্গের তলা
সরকার, রশিদেরে, দেইখা যাইও রে…
ও তুলা চান,যদি মনে ধরে রে
আমি আপন কইয়া
আপন কইয়া সব দিছি তোমারে
বড় বিশ্বাস কইরা
জায়গা দিলাম রে…
ওরে আমার, বুকের ভিতরে রে
আমি আপন কইয়া
আপন কইয়া সব দিছি তোমারে
আমার বন্ধুরে আমি আপন কইয়া
আপন কইয়া সব দিছি তোমারে

আমার মুর্শিদ রে আমি আপন কইয়া
আমি আপন কইয়া সব দিছি তোমারে

Leave a Comment