একটি মনের আশীষ তুমি
কাছে যখন এলে।
নিলেম তোমায় নিবিড় করে
মনের মাঝে তুলে।।
মেঘলা চোখের দৃষ্টি তোমার
আনলো যে আজ শপথ আবার।
চলার পথে আলোর মানিক
ছড়িয়ে যেন ফেরে।।
ছন্দময়ী বন্ধু বেশে
থাকবে তুমি আমার পাশে।
চাওয়া পাওয়ার হিসেব কষে
নাইবা কিছু দিলে।।
Music Lyrics Collection
একটি মনের আশীষ তুমি
কাছে যখন এলে।
নিলেম তোমায় নিবিড় করে
মনের মাঝে তুলে।।
মেঘলা চোখের দৃষ্টি তোমার
আনলো যে আজ শপথ আবার।
চলার পথে আলোর মানিক
ছড়িয়ে যেন ফেরে।।
ছন্দময়ী বন্ধু বেশে
থাকবে তুমি আমার পাশে।
চাওয়া পাওয়ার হিসেব কষে
নাইবা কিছু দিলে।।