পথে চলেছি একা একা
পেরিয়ে সব বাধা
জীবনের এই সংগ্রামে
কতো কি যে হবে শেখা
জীবন মানে অনেক বাধা
বাধা ভেঙে এগিয়ে চলা
আমি চাইনি নিঃসঙ্গ জীবন
তবুও এসেছে
জীবন আমায় শুধু কাঁদিয়েছে
জীবন মানে ভালোবাসা
ভালোবেসে একা থাকা
পথে চলেছি একা একা
পেরিয়ে সব বাধা
জীবনের এই সংগ্রামে
কতো কি যে হবে শেখা
আমি চাইনি জীবনের যুদ্ধ
তবুও এসেছে
হৃদয়ের আবেগগুলো জাগিয়ে রেখেছে
জীবন মানে যুদ্ধ করা
হৃদয় আবেগ কাটিয়ে ওঠা
পথে চলেছি একা একা
পেরিয়ে সব বাধা
জীবনের এই সংগ্রামে
কতো কিছু হবে শেখা
জীবন মানে অনেক বাধা
বাধা ভেঙে এগিয়ে চলা