এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্নার কবিতা।
তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যাথার ছবিটা। (২ বার)
পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী! (২ বার)
কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী! (২ বার)
অন্তরা – ১
কি ঝড়ে পড়েছি একাকী মরেছি, গিয়েছি ভেঙ্গেচুরে।
পৃথিবী জানে না, হৃদয়ও মানে না, হয়েছি ভবঘুরে। (২ বার)
পাবো হায় সুখের দেখা কি!
নিঃসঙ্গ এই আমি একাকী! (২ বার)
কেউ জানে কি, কেউ জানে কি,
কতটা আমি আজ একাকী! (২ বার)