এমন একটা সময় ছিল
মায়াবী রাত নিঝুম ছিল
তখন আকাশে ছিল তারা
চাঁদের আলো ফোয়ারা

তোমার হাতে এই হাত ছিল
হৃদয়ে গুঞ্জন চলছিল
নীরবে এই মন নিয়েছিলে
কেন তা ফিরিয়ে দিলে

চাঁদ আছে আকাশে
নীরবতা বাতাসে
সবকিছু আগের মত
শুধু তুমি নেই আমার সাথে
তোমার..আমার
পথ আজ চলে গেছে
দুরে কোথায় সীমাহীন অজানায়

এমন একটা হৃদয় ছিল
সুখগুলো বাস করছিল
সুনিপুণ অভিনয় করে তুমি
কেন আজ হারিয়ে গেলে

এই আমার পাশে তুমি ছিলে
মন ভরা ভালবাসা নিয়ে
তখন হৃদয়ে দিয়ে সাড়া
কেন তুমি অচেনা হলে

Leave a Comment