ওরে পাখি মনোয়া পাখি
 পাখি ছটফটাইয়া মরে
শিকল ছিড়িতে না পারে খাঁচা
 ভাঙ্গিতে না পারে।
 পাখি ছটফটাইয়া মরে
 পাখি ধরফরাইয়া মরে
অতি বাড় বাড়ে যে গাছ
 ঝড়ে ভাইংগা পরে
 এক তরপা বিচার ভবে
 শুনিতে না পারে
মনরে মন ও ও
 এ অধম পাগল বলে
 সবুরেতে পেওয়া ফলে।
ও তুই থাকনা সবুর করে
 পাখি ছটফটাইয়া মরে।।
কত দুখ আছে পাখির সারা অন্তর জুড়ে
 তুমি বীনে দুঃখ দয়াল কে বুঝিতে পারে
 দয়ালরে দয়াল
তোমার ঐ চরণ তলে
 ঠাই যেন পাই দুখী বলে।
 তুমি নাও না আপন করে
 পাখি ছটফটাইয়া মরে।।
