ও গো বিদেশিনী
তোমার চেরীফুল দাও আমার শিউলী নাও
দুজনে প্রেমে হই ঋণী।।
লা লা লা লা…….
দুটি মনের একটি আশা তারই নাম ভালবাসা
কেন বুঝ না ওগো নীলনয়না
তুমি আমার মনোহারিনী।।
কিছুদিনের একটু স্মৃতি অনুরাগ অনুভুতি।
ভুলে যেও না ওগো মৌ ললনা
অভিসারের এই কাহিনী।।