মানুষ ও মানুষ দুটি কান আর দুটি চোখ

দেখবা আর শুনবা

কিন্তু একটা মুখ তো কথা কম কবা…

তোমার মেলা ঝামেলা কমে যাবে

মোটে চুপ করে থাকপা
কিন্তু একটা মুখ তো! কথা কম কপা

পড়েছি এইরাম জামানা, মন মত মানুষ পাবানা

নিজির ভাই বন্ধু তাই আপন হচ্চেনা

আসবে সব বন্ধু হয়ে, তোমার তা যাবে নিয়ে

আমি এইসব দেয়েদেয়ে হয়ে গেছি এ্যর বুবা

একটা মুখ তো এটকু কথা কম কপা।

চুন খেয়ে গাল পুড়ে গেলি, বয়েরে শেষে দই দেখিলি

মানুষরে মানুষ বিশ্বেস পাচ্চেনা

কাইকলে মাছ দেখলে তাই, মনে অয় ওডা কুমির রে ভাই

চিনবা কেম্বা খাঁটি গোসাই, কারে দিবে সাবা!

মানুষ ও মানুষ দুটি কান আর দুটি চোখ

কিন্তু একটা মন তো একটু কথা কম কপা।

আমার কথা অল এট্টা আমার,ফলের গাছ আর বানাও কামার

অত কথা আসপেনানে, কাজ করে যহন খাবা

অ মানুষ মানুষ দুটি কান আর দুটি চোখ

কিন্তু একটা মুখ তো কথা কম কপা

Leave a Comment