কখনও কি খুঁজেছো মোরে
দুর পাহাড়ে নয় সাগরে..
এক রাশ স্বপ্ন নিয়ে আমি
বসে আছি তোমার জন্য মেয়ে
যেখানে সন্ধ্যা দাঁড়িয়ে
কখনও কি খুঁজেছো মোরে
কোন কাল রাতে নয় ভোরে
কুয়াশা সরিয়ে দেখ আমি
কৃষ্ণচূড়ার বিছানায় শুয়ে
যেখানে সন্ধ্যা দাঁড়িয়ে
নিরালায় নীলিমায় নিশীথে
আমি আজও যাচ্ছি থেকে
খুঁজে খুঁজে ক্লান্ত তুমি
আধো আলো আর আধো আধাঁরে
কত না কল্পনা উড়ে।।
কখনও কি খুঁজেছো মোরে
প্রশান্তিতে নয় ঝড়ে
ভালবাসা ছিল যত সব
দিয়েছি আজ এখানে ছড়িয়ে
যেখানে সন্ধ্যা দাঁড়িয়ে।।