কতকালের সেই ঠিকানায়
আমার স্মৃতির একটি পাতায়
কেমন আছো ?
আগের মতই রিক্সা থেকে
নামছো তুমি আমায় দেখে
কেমন আছো ?
এখনো সেই পাঞ্জাবীটা
হারিয়ে যাওয়া সেই চাবিটা
কেমন আছো ?
এলবামে ছোট বেলার ছবি
স্মৃতিতে মাহমুদ্দুন্নবী
কেমন আছো ?
ক্লাস পালিয়ে দেখা হতো
দেখতে দেখতে সময় যেতো
কেমন আছো ?
ঝিলের ধারে হটাৎ বিকেল
শুইয়ে রাখা বাই-সাইকেল
কেমন আছো ?
আসিফ আসতো ছুটির দিনে
স্কুলের বন্ধু রাস্তা চিনে
কেমন আছো ?
সারা সকাল আডদা দিতে
রাজনীতির খবর নিতে
কেমন আছো ?
তর্ক হতো চড়তো গলা
উঁকি দিতে বাড়ীওয়ালা
কেমন আছো ?
মাস গেলে থোক মাইনে নিয়ে
রাখতে কিছু ব্যাংকে গিয়ে
কেমন আছো ?
জমা খরব হিসেব নিকেষ
কোথায় শুরু কোথায় বা শেষ
কেমন আছো ?
অনেক বছর পেরিয়ে এলাম
হটাৎ তোমার দেখা পেলাম
কেমন আছো ?