বিকেলের চিঠি পড়ি সকালের রোদে
ভালবাসা কাটাকুটি মেঘে রোদে জলে
ধাই পাতা ছেয়ে যায় যুবকের বাক
অনায়াসে জিতে বলে
পিছু ছেড়ে যা
যারে………… যারে……………যারে
অনাদর আদরেতে মাথা খুরে মরে
তুমি আমি হেযে মরি লুডু লুডু ঝুলে
পতনের শব্দে চোখ জলে ভাসে
থেকে থেকে সুর্যটা উকি দিয়ে হাসে
হাসে …………হাসে ……………হাসে
পৃথিবীটা গোল থেকে আরো গোলাকার
তুমি আমি ছোট থেকে ছোট বারবার
ছোট হই বড় হই বেড়ে উঠি ঝরে
ধুলো পায়ে ছোপ ছোপ ছুটে চলে দৌড়ে
আগাছায় ছেয়ে যাওয়া মাটির বুকে
হেরে যাবি ঠিকই তবে নীল রাঙ্গা সুরে
ভবঘুরে হয় হোক পৃথিবীটা তোর
বুকে শুধু ধরে রাখ সাহসটা ধরে
ধরে ……ধরে………ধরে…………।।
পিছু ছেড়ে যা ‘রে
যারে………… যারে……………যারে
অনাদর আদরেতে মাথা খুরে মরে
তুমি আমি হেযে মরি লুডু লুডু ঝুলে
পতনের শব্দে চোখ জলে ভাসে
থেকে থেকে সুর্যটা উকি দিয়ে হাসে
হাসে …………হাসে ……………হাসে