কারে বলে ভালবাসা কারে বলে প্রেম
মিলনে বিরহে আমি জানলেম। (হু হু…)
লোকে বলে ভালবাসা আমি বলি ভাঙ্গাবাসা
তাকে হারালেম সবই হারালেম

সেদিন আমার কাছে এসেছিল সে
সেদিন আমায় ভালবেসেছিল সে।

আমিও সেদিন তাকে ভালবাসলেম
তাকে হারালেম সবই হারালেম।।

আমার আপন হয়ে নাই সে তো নাই
জানি না আবার কাছে পাই কি না পাই। (হুম…)
তবুও আবার তাকে মালা পরালেম
তাকে হারালেম সবই হারালেম।।

Leave a Comment