কিনে দে রেশমি চুড়ি
 নইলে যাবো বাপের বাড়ি
 দিবি বলে কাল কাটালি
 জানি তোর জারিজুরি।
ও মিছে কথায় তোর মত কেউ নেই রে আর
 তোর তুলনা পাওয়া জগতে যে ভার।
 ভাল মানুষ পেয়ে আমায় ভোলালি কি ছলনায়
 এবারই ভুলবো নাতো যতই করিস ছল চাতুরী।।
(আরে)
 টাকা যদি না থাকে তো না দিবি
 হাত ধরে আমায় আপন করে নিবি।
 আমি জ্বালাতে তোকে বলেছি কত বোকে
 জানিস প্রেম কমবে না তো
 যত হই বুড়োবুড়ি।।
