খেলাঘর বারে বারে কেন ভেঙ্গে যায়
 স্বপ্নের সব তাঁরা মেঘে ঢেকে যায়
সুন্দর ফুলগুলো কেন ঝরে যায়
 পা মা গা, মা গা রে, নি ধা পা মা গা মা গা 
অন্ধ আখিঁ দুটি স্বপ্নবিহীন
 ক্লান্ত এ জীবনের বাজে না বীণ
পথ চেয়ে বসে আছি আমি নিশিদিন
 ফিরে তো আসে না আর যা কিছু হারায়।।
