গান হয়ে এলে মন যেন বলে
সারা বেলা এত সুর নিয়ে
নিজেরে কেমনে বল রাখি লুকিয়ে।।
ওগো মোর ভাবনা ওগো মোর কামনা
এসেছ জীবনে তবু তোমারে যেন বুঝিনা।
এ কেমন অলংকারে। নিলে জড়িয়ে।।
তুমি মোর নয়নে তুমি মোর স্বপনে
যে ছবি একেছ সে তো শুধুই রবে গোপনে।
এ হৃদয় অহংকারে। দিলে ভরিয়ে।।