অমন করে নয়
অসময়ে ঝড়ো হাওয়া মনে দিল ভয়
ধীরে ধীরে বেড়ে স্বপ্নলতা কয়
ভালবাসা তোমার দারুন অভিনয়

টুপ টুপ টুপ..টুপি ডুব..টুপ টুপ..
জলে ডুব দিল পানকৌড়ি দেখো চুপচাপ বর্ষায়
আকাশের নিচে নির্মল ঘাসগুলো জল..ছোয়া পাই
ভেঙে দিতে পার তুমি, ইচ্ছে যদি হয়..তোমার ইচ্ছে যদি হয় ।।
শুধু অমন করে নই…..শুধু অমন করে নয়..

কিছু জলে..কিছু রোদে…কিছু মোহের প্রতিশোধে..
জমে থাকে যতক্ষণ..কাঁচা স্মৃতি…চাপাবন
ইচ্ছে হলে ইশারাতে গুড়িয়ে দিতে পার
ভেঙে দিতে পার… ভেঙে দিতে পার

টুপ টুপ টুপ..টুপি ডুব..টুপ টুপ..
জলে ডুব দিল পানকৌড়ি দেখো চুপচাপ বর্ষায়
আকাশের নিচে নির্মল ঘাসগুলো জল..ছোয়া পাই
ভেঙে দিতে পার তুমি, ইচ্ছে যদি হয়..তোমার ইচ্ছে যদি হয় ।।
শুধু অমন করে নই…..শুধু অমন করে নয়..

Leave a Comment