চোখ ফেরানো যায় গো তবু মন ফেরানো যায় না।

কেমন করে রাখি ঢেকে মনের খোলা আয়না।।

রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে মনের মাঝে ঐ
বৃষ্টি ভেজা মিষ্টি মেয়ে কই গো তুমি কই

(আহ ছাড় না)
কাল কেশের মেঘে ঢাকা মধুর কামনা
অমন করে তুমি তারে লুকিয়ে রেখো না
(লুকিয়ে রেখো না, রেখো না)।।

না হয় তুমি একটুখানি কাছে এলে গো
ক্ষতি কী আর আজকে যদি পরশ দিলে গো
(যা দুষ্টু)

রূপবতী আমায় তুমি বারন করো না
মন নিলে গো মন দিতে হয় তাও কী জান না
(তাও কী জান না, জান না)।।

Leave a Comment