জানি গো ফুরাবে রাত
 রাখ তবু হাতে হাত
 দুটি চোখে চেয়ে থেকে
 কথা কয়ে যাও, শুধু কয়ে যাও।।
ভীরু লাজের সরসীতে *** যেতে দাও
 কামিনী ফুলের ঘুম ভেঙ্গে দিয়ে যাও।।
ভালবাসার এ আধারে
 আরো কাছে নাও
 আবেশে আকুল মন
 শুধু ছুয়ে যাও
জানি গো ফুরাবে রাত
 রাখ তবু হাতে হাত
 দুটি চোখে চেয়ে থেকে
 কথা কয়ে যাও, শুধু কয়ে যাও।।
