এই জীবনের সব সুখ কেড়ে নিয়ে তুমি সুখে আছ
এই হৃদয়ের সব আশা ভেংগে দিয়ে দূরে চলে গেছ
কী নিয়ে বেঁচে রবো একবারও তুমি যে ভাব নি
শত অনুনয় করেছি তোমাকে
তুমি তো রাখ নি ………

সুখেরই আশায় স্বপ্ন সাজাতে
চেয়েছে তোমায় এই মন
বুঝিনি তো আগে
মিথ্যে আবেগে
করেছ তুমি প্রহসন
কোন পিছু টানে আমি তোমায় পারিনি তো ফেরাতে
বিরহের ভালবাসা দিয়ে পারিনি তো জড়াতে
তোমাকে তো-মা-কে………

আভিমান নেইতো
নেইতো অভিযোগ
একটাই দুঃখ এ বুকে
এত কাছে এসে
এত ভালবেসে
চিনতে পারিনি তোমাকে
কী ভেবে তুমি এমন করে বদলে গিয়েছ
কী সুখের আশাতে এভাবে ফিরিয়ে দিয়েছ
আমাকে আ-মা-কে ………

এই জীবনের সব সুখ কেড়ে নিয়ে তুমি সুখে আছ
এই হৃদয়ের সব আশা ভেংগে দিয়ে দূরে চলে গেছ
কী নিয়ে বেঁচে রবো একবারও তুমি যে ভাব নি
শত অনুনয় করেছি তোমাকে
তুমি তো রাখ নি ………

Leave a Comment