ঝিনুক ঝিনুক মনটা তোমার কুড়িয়ে বেড়ায়
লজ্জাবতী চারুলতা মুখটি তুলে চায়।।
কাছে যাবার জন্যে আমি হন্যে হয়ে যাই
তুমি ঢেউয়ের মাথায় চড়ে
একূলে ওকূলে দোলে দোলে যাও
আমার ছায়া আমায় ফেলে
তোমার কাছে দেখ নেচে নেচে যায় (হই)।।
গানের পাখি গান শোনাবে সেতো সবার জানা
গান যদিও আছে আমার নেইকো পাখি ডানা।
তাই আমার ছায়ায় কাছে গিয়ে
পাশে বসে তোমার শুধু আদর পেতে চাই (হই)।।
তুমি এমন করে তাকাও যেন অনেক দিনের চেনা
সেই চেনা মুখ কাছে এলে চিনেও চেনো না।
তাই আমার ছায়ায় অভিমানে
রাঙ্গা রোদের আগুনেতে পুড়ে পুড়ে ছাই (হই)।।