তোমার জন্য মেঘলা দুপুর,
অসময়ে বর্ষণ
তোমার জন্য ক্ষনে দেখা আলো
বিকেলের আয়োজন

তোমার জন্য সুর খুঁজে পায়
আমার একলা গান
এ মরুভূমিতে তোমার জন্য
আমার পুষ্পস্নান

ডেকে যাই তোমাকে,
শুধু বার বার ডেকে যাই..
বিধুর আকাশে সন্ধ্যা তারাটি
তোমাকে ভেবে সাজাই ।।

তোমার জন্য মিছিলে মিছিলে
স্লোগানের উঠা পড়া
তোমার জন্য ভোরের আকাশ
শিউলি গন্ধে ভরা ।।

তোমাকে ভেবে এ জীবনে লাগে
ঝড়ের ভীষণ টান
এ মরুভূমিতে তোমার জন্য
আমার পুষ্পস্নান

ডেকে যাই তোমাকে,
শুধু বার বার ডেকে যাই
শারদ আলোতে আগমনী গানে
তোমাকেই খুঁজে পাই ।।

তোমার জন্য তুচ্ছ করেছি
অপমান অভিমান
তোমার জন্য বেপরোয়া বুকে
ভালবাসা পাই প্রান ।।
তোমার জন্য ভরা বাহে ধান
নবান্নে অঘ্রাণ
এ মরুভূমিতে তোমার জন্য
আমার পুষ্পস্নান

ডেকে যাই তোমাকে,
শুধু বার বার ডেকে যাই
বার বার এসে হে জন্মভূমি
তোমাকে যেন পাই ।।

বার বার এসে হে জন্মভূমি
তোমাকে যেন পাই

Leave a Comment