তোমার যাবার সময় বুঝি হয়ে যায়
 আমার দেবার কিছু বাকী রয়ে যায়
 এভাবে চলে যাবে তুমি।।
চুপি চুপি এসেছিলে আধারের বুক চিরে
 আবার চলে গেলে,
 এখনো তো আধখানি রাত রয়ে যায়।
 এভাবে চলে যাবে তুমি।।
আসি আসি বলে বলে কতদিন ফিরে গেছ
 কত স্মৃতি গেছ ভুলে
 দুজনের কথাগুলো তবু থেকে যায়।
 এভাবে চলে যাবে তুমি।।
