অভিমানী চাঁদটা হারাল কোথায়
সূর্য্যটা পিছু ফিরে ডাকেনি..তাই বলে
ফিরে আসবার কি..ছিল না উপায়
দিশেহারা সূর্যটা পুড়ে যায়
একা একা সূর্যটা পুড়ে যায়
সূর্য্যের সবটুকু আলো
দিয়েছিল চাঁদে ভালবাসায়
সেই ভালবাসায় চাঁদ
জ্যোৎস্না ছড়ায়..
দিশেহারা সূর্যটা পুড়ে যায়
একা একা সূর্যটা পুড়ে যায়
আকাশের নীল বলে আমায়
কেঁদো না সূর্য্য তুমি চাঁদের মায়ায়
অধরা চাঁদ, অধরাই থেকে যায়
দিশেহারা সূর্যটা পুড়ে যায়
চিরকাল সূর্যটা পুড়ে যায়
অভিমানী চাঁদটা হারাল কোথায়
সূর্য্যটা পিছু ফিরে ডাকেনি..তাই বলে
পিছু তাকাবার কি..ছিল না উপায়
দিশেহারা সূর্যটা পুড়ে যায়
একা একা সূর্যটা পুড়ে যায়