নিঝুম রাতের আধারে
জোনাকিরা মিটিমিটি জ্বলে
তুমি নেই আজ আমি শুধু আছি
একা বেঁচে আছি।।

মেঘলা আকাশ পথের
নেই কোন দিশা
তবুও তোমায় খুজেছি আমি
খুজেছি একা একা।।

সুখের সেদিন চোখের
জলে মুছে গেছে
তবুও সে সুখ খুজেছি আমি
খুজেছি মনের মাঝে।।

Leave a Comment