একাত্তরে করলেন জবাই
এখন দেখি মারেন বোমা
মার্সিডিসে চলেন ফিরেন
খুসবু আতর কি রমরমা
আপনের ক্যাডারে জান কবছ করে
আপনে তো আজরাইল নয়
কোন্ কথা শরিয়তে কয়
মওলানা হুজুর কোন কথা শরিয়তে কয়
রক্ত দিয়া করলে অজু অজুতে কী নামাজ হয়
রক্ত দিয়া করলে গোসল বেহেস্ত কী নসিব হয়
কোন্ কথা শরিয়তে কয়
মওলানা হুজুর কোন কথা শরিয়তে কয়
(আল বদর আর রাজাকারে খুন যখম আর রাহাজানি
মা বোনেদের ইজ্জত হরণ দেশের সাথে যে বেইমানী)।
দ্বীনের নবীর কোনটা হুকুম। কোন্ কিতাবে বয়ান হয়
কোন্ কথা শরিয়তে কয়
মওলানা হুজুর কোন কথা শরিয়তে কয়
(আমরা সবাই খোদার বান্দা আপনে তো গোলামের গোলাম
পবিত্র এই ধর্মের নামে খুনির পায়ে দিলেন সালাম)
শান্তি ভালবাসার ধর্ম। শুধুই মুখের কথা নয়
কোন্ কথা শরিয়তে কয়
মওলানা হুজুর কোন কথা শরিয়তে কয়
(জীবন মরণ খোদার হাতে আপনে করেন কিসের দাবী
রংচোরা মৌলভীর হাতে কে দিল বেহেশ্তের চাবি)
বাউল পরাণ ক্ষ্যাপার একবার মরণ। করে না আপনারে ভয়
কোন্ কথা শরিয়তে কয়
মওলানা হুজুর কোন কথা শরিয়তে কয়
রক্ত দিয়া করলে অজু অজুতে কী নামাজ হয়।
রক্ত দিয়া করলে গোসল বেহেস্ত কী নসিব হয়
কোন্ কথা শরিয়তে কয়
মওলানা হুজুর কোন কথা শরিয়তে কয়
মওলানা হুজুর কোন বাত শরিয়ত ম্যায় বলতা হায়
মওলানা হুজুর কোন কথা শরিয়তে কয়
মওলানা হুজুর কোন কথা শরিয়তে কয়
মওলানা হুজুর কোন কথা শরিয়তে কয়