পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার
এক নিমেষেই কাইড়া নিলো মনটা যে আমার
তার গালেতে আছে হায়রে ছোট্ট একটা তিল
পলক পড়ার আগেই বুকে মারলো প্রেমের ঢিল (x2)
নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই
চাইরে চাইরে চাইরে আমি পরীটারে চাই (x2)
মাঝে মাঝে স্বপ্নে দেখি পরী আমার পাশে
মনটা আমার চায়রে শুধু পেতে তারে কাছে (x2)
তারে কাছে পেলে আমি,
তারে কাছে পেলে আমি আর কিছুনা চাই
নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই
নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই
চাইরে চাইরে চাইরে আমি পরীডারে চাই।
পরীর ঐ রূপের ঝলকে হইলাম উদাসী
সব ছাড়িয়া তাইতো আমি তারে ভালোবাসি (x2)
পরীর লাইগা জীবন আমার,
পরীর লাইগা জীবন আমার বাজী রাখতে চাই
নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই
নাইরে নাইরে নাইরে আমার বাঁচার উপায় নাই
চাইরে চাইরে চাইরে আমি পরীডারে চাই (x2)
পরীডারে চাই, আমার বাঁচার উপায় নাই ..