পলাতক সময়ের হাত ধরে
পালিয়ে গিয়েছে সেই দিনগুলো
হারিয়ে গিয়েছে সেই ক্ষণগুলো
হায় আসবে না জানি ফিরে

হাসি গানে ভরা সেই দিনগুলো।
হাসি গানে ভরা সেই দিনগুলো।

সঙ্গীরা ছিল যারা গেল কোথায়
আমি কোথায় আর তুমি কোথায়।
জীবন কী ঢেকে গেল নিজেরই ছায়ায়
হায় ফিরে আসবে কি না বলো সেই দিনগুলো
হাসি গানে ভরা সেই দিনগুলো।।

হাসি হাসি মুখগুলো যাই নি ভুলে
ছোট ছোট নামগুলো যাই নি ভুলে।
এখনও হৃদয়ে তারা ঢেউ যে তুলে
হায় ফিরে আসবে কি না বলো সেই দিনগুলো
হাসি গানে ভরা সেই দিনগুলো।।

Leave a Comment