উড়ু উড়ু করে মন তোকে চায় সারাক্ষন
বেহায়া হয়েছে চরম
আজ আবার একাকার প্রেমের এই ফিবার
ওড়ালো লজ্জা সরম..
চোখে লেগেছে ধোঁয়া, তোর আঙ্গুল ছোঁয়া
নেশা আমাকে ছুঁয়েছে বেদম
নেই ঠিক ঠিকানা ভুলে গিয়ে বাহানা
শুধু ঠোঁটে ঠোঁট খুঁজবে নরম..
বেবি রোজ রোজ রোজ
চাই পেয়ার কি ডোজ (x4)
লুকোচুরি খেলা খেলেছি এবেলা
কেন যে হাইফাই লাগে তোর আদর
বুকে জলে আগুন, হারাবো বেমালুম
রাত থেকে হোক ভোর..
দূরে চল না হারাই কোনো অচেনা পাড়ায়
হোক দেখা শোনা দু-এক-বার
আজ নেই ঠিকানা ভুলে গিয়ে বাহানা
শুধু ঠোঁটে ঠোঁট খুঁজবে নরম..
বেবি রোজ রোজ রোজ
চাই পেয়ার কি ডোজ (x4)