প্রেম কখনো মরে না সে যে আমর হয়ে রয়
মন কখনো মানে না সে যে ভালবাসার কথা কয়
তোমার আমার প্রেম অমর হয়ে রইবে
তুমি সারা জীবন আমার হয়ে থাকবে।।

মনেরই অড়ালে যে দুখের স্মৃতি
তুমি ছাড়া আর কেউ জানবে না
সব ভুলে গিয়ে মন তোমাকেই খুজে
তুমি আমার কি তা বুঝবে না
এই অমর প্রেম অমর হয়ে রইবে
তুমি সারা জীবন আমার হয়ে থাকবে।।

বুকের গভীরে যে আগুন জ্বলে
তুমি ছাড়া সে আগুন নিভবে না
আমি জানি আমাকেই শুধু যে চিনে
তোমার সে মন কেউ পাবে না
এই অমর প্রেম অমর হয়ে রইবে
তুমি সারা জীবন আমার হয়ে থাকবে।।

Leave a Comment