ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়
মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়।।
তুমি তো জানো না, আমিও চিনি না
তবু কেন মন যে হায় তোমাকে চিনতে চায়
মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়।।
জীবনের সেই গান, আর তার প্রতিদান
এখন তো জানিনা তার সীমা যে কোথায়
মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়।।
মায়া-ভালবাসা, কেন এত জ্বালায়
ভুলিতে চায় সহজে গো ভোলা নাহি যায়
মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়।।