(এই ঠাকুর পো, এই সব কী করে বেড়াচ্ছো
দাঁড়াও, আজ তোমার দাদা এলে সব বলে দিবো)
বউদি গো বউদি গো।
দাদা তোমার কথায় উঠে বসে
তোমার কথাই শুধু মানে।।
প্রেম খরচা দিচ্ছ আমায়
যেন না যায় দাদার কানে।।
পাড়ার রিনার সাথে প্রেম করছি
বাঁচায় আমায় পায়ে ধরছি
ম্যানেজ কী করে করছি আমি ভগবানই জানে।।
সমস্যাতে ফেসে গেছি
যেন না যায় দাদার কানে।।
গুণধর এই ভাইটি বেকার
রোজগার তার দাদার একার
স্কুল মাস্টারী করে দাদা
ঘরে টাকা আনে।।
আর সেই টাকাতেই প্রেম করেছি
যেন না যায় দাদার কানে।।
প্রেম করার কী ঠেলা বুঝছি
তাই তো একটা কাজ খুজছি
চাকরী পেলেই দেখো তখন
কে তোমাদের টানে।।
রিনার সাথে এই লটঘট
যেন না যায় দাদার কানে।।