বয়স হয়েছে তাই
এবার ঘোচাতে চাই
দুঃস্বপ্নের ভোর
এশহর থেকে দূরে
মানুষ দাড়াল ঘুরে
আনলো নতুন ভোর
বাড়ছে বয়েস সখা
ভালবাসা একরোখা
বাঁচবেই দুনিয়ায়
গ্রামে গ্রামে দুর্বার
মানুষ রা এইবার
পরিবর্তন চায়
বয়েস বাড়লো সখি
সুর ক্ষ্যাপা চখা চখি
আরো গান গাই চলো
জানলাম দেখলাম
শিমুর নন্দী গ্রাম
বেঁচে থেকে লাভ হলো
বয়স হয়েছে তাই
এবার ঘোচাতে চাই
দুঃস্বপ্নের ভোর
এশহর থেকে দূরে
মানুষ দাড়াল ঘুরে
আনলো নতুন ভোর ।