বৃষ্টি দেখে অনেক কেঁদেছি
করেছি কতই আর্তনাদ
দু:চোখের জলে ভাসাবো বলে
তোমাকে আজ কাঁদাবো বলে
মেঘের ডানায় পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত…

দক্ষিণা বাতাসে তোমার
ভীরু দীর্ঘশ্বাস
আঁধার ঝড়াবে আমার
প্রিয় সর্বনাশ ।।
মেঘের ডানায়
পাঠিয়ে দিলাম
হাজার বর্ষা রাত…

জানালার ওপাশে তোমার
দৃষ্টি বহুদূর
ছুঁয়েছে এ গান আমায়
কান্না সাত সুর ।।
মেঘের ডানায়
পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত…

Leave a Comment