ভালবেসে এখন আমার হইলো যে মরণ
অ্যালবাম-নতুন করে বাসবো ভালো
শিল্পী-সোনু নিগম
ভালবেসে এখন আমার হইলো যে মরণ।।
আমার বুকের ভেতর আগুন জ্বলে,
দুই চোখে কাঁদন।।
ভালবেসে এখন আমার হইলো যে মরণ।।
আমার বুকের ভেতর আগুন জ্বলে,
দুই চোখে কাঁদন।।
সুসময় অনেকেই তো বন্ধু হতে চায়,
অসময় সকলেই তো দূরে সরে যায়,
দূরে সরে যায়।।
আমার জ্বলে পুড়ে ছাই হইল রে সুখেরি ভুবন।।
আমার বুকের ভেতর আগুন জ্বলে,
দুই চোখে কাঁদন।।
ভালবেসে এখন আমার হইলো যে মরণ।।
আমার বুকের ভেতর আগুন জ্বলে,
দুই চোখে কাঁদন।।
ভালবেসে অনেকেই তো সুখের কথা কয়
কারো কারো চোখে আবার
জলের ধারা বয় জলের ধারা বয়।
ও ও ভালবেসে অনেকেই তো সুখের কথা কয়
কারো কারো চোখে আবার
জলের ধারা বয়।
আমার একূল ও কুল দুকূল গেল,
ভাঙ্গিল স্বপন।।
আমার বুকের ভেতর আগুন জ্বলে,
দুই চোখে কাঁদন।।
ভালবেসে এখন আমার হইল যে মরণ।।
আমার বুকের ভেতর আগুন জ্বলে,
দুই চোখে কাঁদন।।