মন চায় প্রতিদিন তুমি আমি একদিন
 হাত রেখে দুটি হাতে দূর কোথাও উধাও হতে
 যেথায় পৃথিবী রঙ্গিন।।
এত কাছাকাছি তবু মনে হয়
 এ তো কিছু নয়
 তোমারে পেয়েছি ***
 এ হৃদয় সে ও কিছু নয়
 আরো তোমারে নিবির করে
 এ অন্তরে পাব ভেবে হই উদাসি।।
ধরা তো দিয়েছি এ পরাজয়
 লাগে মধুময়
 মরমে মরেছি একই অসময়
 কি জানি কী হয়
 এই আমাকে একলা রেখে
 এক পলকে করো না কো সঙ্গীবিহীন
